💐বিজ্ঞানের শব্দভাণ্ডারে আপনাকে জানাই সু-স্বাগতম 🙏

Site Guide

  'বিজ্ঞান শব্দভাণ্ডার' ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাই। এই ওয়েবসাইট বা ব্লগ ঘুরে দেখতে হলে এই 'সাইট গাইড'-টি খুব কাজে লাগবে। ...

স্টিফেন হকিং সম্পর্কিত পরিভাষা

 স্টিফেন হকিং সম্পর্কিত পরিভাষা

                        --> ইন্দ্রনীল মজুমদার 

 

 
গত ১৪ই মার্চ,২০১৮ বিশ্ববিখ্যাত কিংবদন্তী জ্যোতির্পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ভূলোক ছেড়ে মহাশূন্যলোকে পাড়ি দেয়েছেন।তাঁর প্রয়াণে বিজ্ঞানলোকে নেমে এসেছে এক অবর্ণনীয় শোক।তাঁকে স্মরণ করেই এই পোস্টে দেওয়া হল তাঁকে ঘিরে কিছু বৈজ্ঞানিক পরিভাষা


তাঁর বৈজ্ঞানিক ক্ষেত্র”:-

General relativity(GR)(also known as the general theory of relativity or GTR)
সাধারণ আপেক্ষিকতা বা আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব
Quantum gravity(QG)
কোয়ান্টাম মহাকর্ষ
Theoretical cosmology
তত্ত্বীয় সৃষ্টিতত্ত্ব
Black Hole
কৃষ্ণগহ্বর, ব্ল্যাক হোল বা কৃষ্ণ বিবর
Event horizon
ইভেন্ট হরাইজন,ঘটনা দিগন্ত
Singularity(also known as gravitational singularity or spacetime singularity)
সিঙ্গুলারিটি,অদ্বৈত বিন্দু,ব্যতিক্রমী বিন্দু (অপর নাম মহাকর্ষীয় অদ্বৈত বিন্দু বা মহাকর্ষীয় ব্যতিক্রমী বিন্দু বা স্থান-কাল ব্যতিক্রমী বিন্দু)
Extraterrestrial life
বহির্জাগতিক প্রাণ

Universe
মহাবিশ্ব বা বিশ্ব-ব্রহ্মাণ্ড
Theory of everything(ToE) or  final theory or ultimate theory, or master theory
সবকিছুর তত্ত্ব বা সর্বশেষ তত্ত্ব বা চূড়ান্ত তত্ত্ব বা মূল তত্ত্ব




তাঁর বৈজ্ঞানিক অবদানের সংক্ষিপ্ত ইতিহাস”:-

Hawking radiation
হকিং বিকিরণ
Penrose–Hawking theorems/Penrose–Hawking singularity theorems
পেনরোজ-হকিং তত্ত্ব, পেনরোজ-হকিং সিঙ্গুলারিটি তত্ত্ব/উপপাদ্য
Bekenstein–Hawking formula
বেকেনস্টাইন-হকিং সূত্র
Hawking energy
হকিং শক্তি
Gibbons–Hawking ansatz
গিবন্সহকিং আনসাৎজ
Gibbons–Hawking effect
গিবন্সহকিং প্রভাব
Gibbons–Hawking space
গিবন্সহকিং মহাশূন্য
Gibbons–Hawking–York boundary term
গিবন্সহকিংইয়র্ক বাউন্ডারি টার্ম
 Thorne–Hawking–Preskill bet
থর্নহকিংপ্রেস্কিল বাজি
Microreversibility
মাইক্রোরিভার্সিবিলিটি
Breakthrough Listen
ব্রেক থ্রু লিসেন




তিনি যে রোগে আক্রান্ত ছিলেনঃ-

Amyotrophic lateral sclerosis (ALS)(also known as motor neurone disease (MND))
অ্যামিওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস(এএলএস)অ্যামায়োট্রফিক  ল্যাটারাল স্ক্লেরোসিস(এএলএস)
(এর অপর নাম মোটর নিউরোন রোগ)











0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন