💐বিজ্ঞানের শব্দভাণ্ডারে আপনাকে জানাই সু-স্বাগতম 🙏

Site Guide

  'বিজ্ঞান শব্দভাণ্ডার' ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাই। এই ওয়েবসাইট বা ব্লগ ঘুরে দেখতে হলে এই 'সাইট গাইড'-টি খুব কাজে লাগবে। ...

Site Guide

 

'বিজ্ঞান শব্দভাণ্ডার' ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাই। এই ওয়েবসাইট বা ব্লগ ঘুরে দেখতে হলে এই 'সাইট গাইড'-টি খুব কাজে লাগবে। 


সাইট গাইড


উপরে থাকছেঃ-

HOME:- নীড় পৃষ্ঠা বা ওয়েবসাইটের শুরুর পৃষ্ঠায় যেতে হলে এই 'HOME'-এ ক্লিক করুন।

ওয়েবসাইট সম্পর্কে জানার জন্য→ ' 'বিজ্ঞান শব্দভাণ্ডার' সম্পর্কে দু'চার কথা'— এ ক্লিক করুন। আমাদের এই প্রকল্পের অনুপ্রেরণা জানতে পড়ুন 'আচার্য বাণী'। যেসব শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি এই ওয়েবসাইট উৎসর্গিত তা জানতে পড়ুন 'উৎসর্গ' বিভাগ। ব্লগে বা ওয়েবসাইটে কি কি আছে অর্থাৎ ওয়েবসাইটের পূর্ণাঙ্গ সূচিপত্র পাওয়া যাবে 'ব্লগসূচি' বিভাগে। এই ওয়েবসাইট বানানোর জন্য যেসব বই, ওয়েবসাইট বা অন্যান্য সামগ্রী লেগেছে তা পাবেন 'তথ্যসূত্র' পাতায়। 


বামদিকে থাকছেঃ-

Alphabets:- এই বিভাগে পাওয়া যাবে ইংরেজি বর্ণাক্রমের অধীনে থাকা শব্দের বাংলা প্রতিশব্দ। 

বিভিন্ন জিনিসের ইংরেজি ও বাংলা শব্দঃ- এই বিভাগে পাওয়া যাবে বিভিন্ন বিষয়ের ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ। 

বিষয়ভিত্তিক পরিভাষাঃ- এই বিভাগে থাকছে নানা বিষয় বা অধ্যায় নিয়ে পরিভাষা। 

বিজ্ঞান পরিভাষা নিয়ে প্রবন্ধঃ- এই বিভাগে থাকছে জ্ঞানী-গুণী ব্যক্তিদের লেখা বিজ্ঞান পরিভাষা ও বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা নিয়ে বিভিন্ন প্রবন্ধ। সাধারণ পাঠকরাও এই বিভাগে লিখতে পারেন। 

আমার সম্পর্কেঃ- ব্লগ নির্মাতাকে জানার জন্য এই বিভাগ। 

যোগাযোগঃ-  ব্লগ বা সাইটের ব্যাপারে আমার সাথে যোগাযোগ করার জন্য এই বিভাগ।


ডানদিকে থাকছেঃ-

labels- এই সাইটে যা যা আছে।

Blog Archive

Popular posts:- জনপ্রিয় পোস্টগুলি নিয়ে এই বিভাগ। 

মাঝে থাকছেঃ-

ব্লগের পোস্টের সম্ভার। ওপরে পাওয়া যাবে সাম্প্রতিক পোস্টগুলি এবং একদম নীচের ডানদিকে থাকছে পুরাতন পোস্টসমূহ। 


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন