💐বিজ্ঞানের শব্দভাণ্ডারে আপনাকে জানাই সু-স্বাগতম 🙏

Site Guide

  'বিজ্ঞান শব্দভাণ্ডার' ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাই। এই ওয়েবসাইট বা ব্লগ ঘুরে দেখতে হলে এই 'সাইট গাইড'-টি খুব কাজে লাগবে। ...

'বিজ্ঞানের শব্দভাণ্ডার' সম্পর্কে দু'চার কথা

 

 'বিজ্ঞানের শব্দভাণ্ডার' সম্পর্কে দু'চার কথা



“প্রথমে বিজ্ঞানের শব্দের দুনিয়ায় সকলকে স্বাগত জানাই। প্রকৃতিকে বিশেষভাবে জানা বা পর্যবেক্ষণ করাই হল “বিজ্ঞান”। বিজ্ঞানের মারফত আমরা অজানাকে জানতে পারি, অচেনাকে চিনতে পারি। তাই, বিজ্ঞানচর্চা যদি নিজেদের মাতৃভাষায় করা যায় তবে তো তার মজাই আলাদা। আর, আমাদের মাতৃভাষায় বিজ্ঞানচর্চা করার পথটি আরও প্রশস্ত করতে বিজ্ঞানের শব্দভাণ্ডার নিয়ে এই ওয়েবসাইট বা ব্লগারটি তৈরি করা হয়েছে। এই ওয়েবসাইটে ধ্বনিত হয়েছে বিখ্যাত বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক অতুল প্রসাদ সেনের সেই বিখ্যাত লাইন—


“মোদের গরব, মোদের আশা,
আ-মরি বাংলা ভাষা!”

আর মাতৃভাষার গর্বে গর্বিত হয়ে এক বুক আশা নিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখার নানান শব্দের বাংলা প্রতিশব্দগুলোর সাথে পরিচয় করার জন্য হাজির করা হল আমাদের এই “বিজ্ঞানের শব্দভাণ্ডার”। মুলত ছোটদের বা স্কুল পড়ুয়াদের জন্য হলেও সব ধরণের পাঠকের জন্য লেখা এই বিজ্ঞান পরিভাষা।

আমাদের এই ওয়েবসাইটের অন্যতম অনুপ্রেরণাদাতা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু সারাজীবন মাতৃভাষায় অর্থাৎ বাংলাভাষায় বিজ্ঞানচর্চার কথা বলে গেছেন। শুধু বলে যাওয়াই নয়, বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় সাধারণকে বিশেষত বিজ্ঞান শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে গেছেন নানা বৈজ্ঞানিক প্রবন্ধ লিখে এবং ১৯৪৮ সালে কলকাতায় বাংলা বিজ্ঞানচর্চার বিখ্যাত প্রতিষ্ঠান “বঙ্গীয় বিজ্ঞান পরিষদ” স্থাপনের মাধ্যমে। আসলে সত্যি করে বলতে কি, তাঁর সেই নির্ভীক বাণীঃ-
“যাঁরা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান হয় না, তাঁরা হয় বাংলা জানেন না, নয় বিজ্ঞান বোঝেন না।”
— আমাদের চলার পথে এবং এই বিজ্ঞান পরিভাষার ব্লগটি তৈরির ক্ষেত্রে এক বিশাল অনুপ্রেরণা। এই ব্লগ বাংলার এই কৃতী বিজ্ঞানীর প্রতি এক শ্রদ্ধার্ঘ্য হিসেবে অর্পিত। আজ আমরা সবাই একটি কথা উপলব্ধি করতে পেরেছি যে, বিজ্ঞানকে শিখতে, জানতে এবং চর্চা করতে গেলে বাংলা তথা মাতৃভাষাতে করাটা সবথেকে বেশি জরুরী ও ভালো উপায়। তাছাড়া, বাংলা তথা মাতৃভাষায় বিজ্ঞানচর্চা করা এক গর্বের ব্যাপার বৈকি! ইংরেজি বা অন্যান্য ভাষায় বিজ্ঞান জানলেও বা বিজ্ঞানচর্চা করলেও সর্বদাই মনে হয়-

“নানান দেশের নানান ভাষা।
বিনে স্বদেশীয় ভাষা,
পুরে কি আশা?”
(স্বদেশী ভাষাঃ রামনিধি গুপ্ত)

তাই সেই আশা পূরণ করার জন্য এই ব্লগটি লিখলাম। এখানে প্রাথমিক বৈজ্ঞানিক শব্দগুলোর খোঁজ পাওয়া যাবে। এখানে লক্ষ্যনীয় যে কিছু কিছু ইংরেজি শব্দের এমনকি বাংলা প্রতিশব্দের ক্ষেত্রেও একাধিক অন্যান্য শব্দ, প্রতিশব্দ বা বানান থাকলে ‘,(কমা)’ বা ‘/(স্ল্যাশ)’ চিহ্ন দিয়ে সেগুলি লেখা হয়েছে। অনেক একই শব্দই দেখা যাবে একাধিক বিজ্ঞানের বিষয়ে ব্যবহৃত হয়েছে সেক্ষেত্রে তাদের পাশে বন্ধনীতে “( )” বিষয়ের নাম এবং বিভিন্ন প্রতিশব্দগুলিও দেওয়া হয়েছে। বেশ কিছু শব্দ একাধিক ক্ষেত্রে বা বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হলে কোনও কোনও ক্ষেত্রে শব্দটি ব্যবহৃত তাও জানানো হয়েছে বন্ধনীতে। প্রায় বেশিরভাগ ইংরেজি শব্দের একাধিক বাংলা প্রতিশব্দ দেওয়া হয়েছে এবং প্রতিশব্দগুলির মাঝে ‘,’ ব্যবহার করা হয়েছে। তাই কোনো একটি শব্দের এক বা একাধিক প্রতিশব্দের সাথে পরিচয় হওয়া যাবে। এছাড়াও থাকছে কিছু আকর্ষণীয় ছবি আর থাকছে ‘বিভিন্ন জিনিসের ইংরেজি ও বাংলা নাম’ বিভাগ। এসবের পাশাপাশি থাকছে 'বিষয়ভিত্তিক পরিভাষা' এবং 'বিজ্ঞান পরিভাষা নয়ে নানা কথা' নামক দুই বিভাগ।

এই ধরনের পরিভাষাভিত্তিক কাজ বেশ সময়সাপেক্ষ। বিজ্ঞানের নানা বই এবং সাইট ঘেঁটে দীর্ঘ আট বছর ধরে বিজ্ঞানের পরিভাষা নিয়ে কাজ করার ফলস্বরূপ এই পরিভাষার ব্লগটি।

সবশেষে বলি যাদের জন্যে এই বিজ্ঞানের শব্দভাণ্ডার সেই স্কুলপড়ুয়া ছোট ছোট বন্ধুরা তো আছেই তার সাথে সব ধরণের পাঠকেরা নানা বৈজ্ঞানিক শব্দের সাথে পরিচয়লাভ করলে এবং বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় আগ্রহী হলে শ্রম সার্থক বলে মনে করব। কোনও ত্রুটির ব্যাপারে বা পরিভাষা সংক্রান্ত যেকোনো বিষয় জানানোর জন্য নির্দ্বিধায় জানাতে কমেন্টে লিখতে পারেন বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটটির ব্যাপারে মতামত পেলে খুশি হব। এই ওয়েবসাইটটিকে উন্নতি করার জন্যে আরও কি কি নতুন শব্দ দেওয়া যায় বা বিভাগ খোলা যায় তা জানালে বাধিত হব।

এই প্রকল্পের মূল আদর্শবাণী(motto) হলঃ-

বাংলায় বিজ্ঞানচর্চায় “সবারে করি আহবান”

যাঁরা বাংলায় বিজ্ঞানচর্চা করে গেছেন বা করে চলেছেন এবং আগামীদিনে করবেন তাঁদের উদ্দেশ্যে এই ব্লগ বা ওয়েবসাইটটি উৎসর্গ করা হল। বাংলায় বিজ্ঞানচর্চার জয় হোক।"

ইতি
ইন্দ্রনীল মজুমদার
১০ই অক্টোবর, ২০২১ (শুভ মহাপঞ্চমী),
কলকাতা।
------------------------------------------------------------------------------------------------------------------

ওয়েবসাইটের উদ্বোধন


  1. গত ৪ঠা নভেম্বর, শুভ দীপাবলী ও কালীপুজোর দিনে এই ওয়েবসাইটের অনলাইন উদ্ধোধন হয়। উদ্বোধন করেন বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার আধুনিক কালের অন্যতম সুপ্রসিদ্ধ লেখক,  ড. পার্থসারথি চক্রবর্তী। ইমেইলে প্রাপ্ত তাঁর আশীর্বাদ বাণী এখানে তুলে ধরা হলঃ–

“Dear Indranil

বিজ্ঞান -এর শব্দ ভান্ডার, বাঙলা পরিভাষার এই আন্তর্জাল একটি সুন্দর পরিকল্পনার সার্থক রূপায়ন। এই দুরূহ কাজে ব্রতী হবার জন্য তোমাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। ছাত্র -ছাত্রী,  তরুণ প্রজন্ম, বাঙলা ভাষায় বিজ্ঞান চর্চায় উৎসাহী পাঠকদের জন্য এটি খুবই মূল্যবান ওয়েবসাইট, একথা মানতেই হবে।

নতুন অনেক শব্দ ও বিভাগ যোগ করে আন্তর্জালটিকে আরও সমৃদ্ধ করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন: সহজ কথা যায় না বলা সহজে। তুমি সহজ ও কঠিন  শব্দ-কথা অতি সহজ ছন্দে ফুলের মালার মতো করে সাজিয়ে তুলেছো। তার সৌন্দর্য ও সৌরভ চারদিক আমোদিত করবে, এ বিষয়ে আমি নিশ্চিত।

আমার আন্তরিক আশীর্বাদ নিও।

পার্থসারথি চক্রবর্তী”

প্রসঙ্গত জানিয়ে রাখি যে, নভেম্বর মাস বাংলার অন্যতম কৃতী বিজ্ঞানী ও বাংলায় বিজ্ঞানচর্চার অন্যতম পথিকৃৎ আচার্য জগদীশচন্দ্র বসুর জন্ম ও মৃত্যু মাস। তাই, এই মাসে বাংলায় বিজ্ঞানচর্চার ক্ষেত্রে এই বিজ্ঞান পরিভাষার ওয়েবসাইটটির নির্মাণ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং বাংলায় বিজ্ঞানচর্চাকারী হিসেবে এক কর্তব্য বলে মনে করি। এই ওয়েবসাইটটি বাংলায় বিজ্ঞানচর্চা যাঁরা করেন এবং করেছেন তাঁদের প্রতি এক শ্রদ্ধার্ঘ্য এবং আপামর বাঙালি ও বাংলায় বিজ্ঞানপ্রেমীদের প্রতি এক আন্তরিক উপহার। ভালো থাকবেন সবাই। 

ইতি
ইন্দ্রনীল মজুমদার,
৩১শে ডিসেম্বর, ২০২১,
কলকাতা।
-----------------------------------------------------------------------------------------------------------------

ওয়েবসাইট নিয়ে খবর 


গত ৬ই ডিসেম্বর, ২০২১ স্বনামধন্য বাংলা ওয়েব পোর্টাল লিটেরেসি প্যারাডাইস এই বিজ্ঞান পরিভাষার ওয়েবসাইট নিয়ে একটি খবর করেছে। এর জন্যে তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

খবরের লিঙ্কটি হলঃ-


ইতি
ইন্দ্রনীল মজুমদার,
৩১শে ডিসেম্বর, ২০২১,
কলকাতা।
----------------------------------------------------------------------------------------------------------------






0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন