💐বিজ্ঞানের শব্দভাণ্ডারে আপনাকে জানাই সু-স্বাগতম 🙏

Site Guide

  'বিজ্ঞান শব্দভাণ্ডার' ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাই। এই ওয়েবসাইট বা ব্লগ ঘুরে দেখতে হলে এই 'সাইট গাইড'-টি খুব কাজে লাগবে। ...

দেখতে দেখতে দুই

 প্রিয় পাঠক,

                   নমস্কার। শুরুতেই আপনারা সবাই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নেবেন। আজ (৪ঠা নভেম্বর, ২০২৩) আমাদের এই ওয়েবসাইটটি দুই বছরে পা দিলো। এই উপলক্ষ্যে আপনাদের সকলকে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এভাবেই আমাদের পাশে ও সাথে থেকে আমাদের আগামীর পথ প্রশস্ত করুন। 


ধন্যবাদান্তে

ইন্দ্রনীল মজুমদার,

কলকাতা। 

আচার্যদেব ১৩০

 



এর পাশাপাশি রইলো 'বিজ্ঞানের শব্দভাণ্ডার'-এর পাঠকদের প্রতি নতুন বছরের একরাশ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। 

 💐🙏🙏💐

প্রথম বছরে পদার্পণ

 নমস্কার বন্ধুগণ,

                        দেখতে দেখতে এই বিজ্ঞান পরিভাষার ওয়েবসাইটটি এক বছরে পদার্পণ করল। গতবছর কালীপুজোর শুভদিনে অর্থাৎ ৪ঠা নভেম্বর, ২০২১ তারিখে আন্তর্জিলিকভাবে উদ্বোধন করেছিলেন এ যুগের অন্যতম বাংলায় বিজ্ঞান লেখক অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী মহাশয়। তাঁর অকৃত্রিম আশীর্বাদে এবং আপনাদের শুভেচ্ছায় আমরা পার করলাম এক বছর। বিজ্ঞান পরিভাষার আরও অনেক কাজ বাকি, আরও অনেক পথ চলা বাকি। তাই, আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা একান্তই কাম্য।


ধন্যবাদান্তে—

ইন্দ্রনীল মজুমদার,

৪ঠা নভেম্বর, ২০২২,

কলকাতা।


Site Guide

 

'বিজ্ঞান শব্দভাণ্ডার' ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাই। এই ওয়েবসাইট বা ব্লগ ঘুরে দেখতে হলে এই 'সাইট গাইড'-টি খুব কাজে লাগবে। 


সাইট গাইড


উপরে থাকছেঃ-

HOME:- নীড় পৃষ্ঠা বা ওয়েবসাইটের শুরুর পৃষ্ঠায় যেতে হলে এই 'HOME'-এ ক্লিক করুন।

ওয়েবসাইট সম্পর্কে জানার জন্য→ ' 'বিজ্ঞান শব্দভাণ্ডার' সম্পর্কে দু'চার কথা'— এ ক্লিক করুন। আমাদের এই প্রকল্পের অনুপ্রেরণা জানতে পড়ুন 'আচার্য বাণী'। যেসব শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি এই ওয়েবসাইট উৎসর্গিত তা জানতে পড়ুন 'উৎসর্গ' বিভাগ। ব্লগে বা ওয়েবসাইটে কি কি আছে অর্থাৎ ওয়েবসাইটের পূর্ণাঙ্গ সূচিপত্র পাওয়া যাবে 'ব্লগসূচি' বিভাগে। এই ওয়েবসাইট বানানোর জন্য যেসব বই, ওয়েবসাইট বা অন্যান্য সামগ্রী লেগেছে তা পাবেন 'তথ্যসূত্র' পাতায়। 


বামদিকে থাকছেঃ-

Alphabets:- এই বিভাগে পাওয়া যাবে ইংরেজি বর্ণাক্রমের অধীনে থাকা শব্দের বাংলা প্রতিশব্দ। 

বিভিন্ন জিনিসের ইংরেজি ও বাংলা শব্দঃ- এই বিভাগে পাওয়া যাবে বিভিন্ন বিষয়ের ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ। 

বিষয়ভিত্তিক পরিভাষাঃ- এই বিভাগে থাকছে নানা বিষয় বা অধ্যায় নিয়ে পরিভাষা। 

বিজ্ঞান পরিভাষা নিয়ে প্রবন্ধঃ- এই বিভাগে থাকছে জ্ঞানী-গুণী ব্যক্তিদের লেখা বিজ্ঞান পরিভাষা ও বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা নিয়ে বিভিন্ন প্রবন্ধ। সাধারণ পাঠকরাও এই বিভাগে লিখতে পারেন। 

আমার সম্পর্কেঃ- ব্লগ নির্মাতাকে জানার জন্য এই বিভাগ। 

যোগাযোগঃ-  ব্লগ বা সাইটের ব্যাপারে আমার সাথে যোগাযোগ করার জন্য এই বিভাগ।


ডানদিকে থাকছেঃ-

labels- এই সাইটে যা যা আছে।

Blog Archive

Popular posts:- জনপ্রিয় পোস্টগুলি নিয়ে এই বিভাগ। 

মাঝে থাকছেঃ-

ব্লগের পোস্টের সম্ভার। ওপরে পাওয়া যাবে সাম্প্রতিক পোস্টগুলি এবং একদম নীচের ডানদিকে থাকছে পুরাতন পোস্টসমূহ। 


স্বাগতম

 “ বিজ্ঞানের শব্দভাণ্ডারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পরিচয় লাভ করা হোক নানা বৈজ্ঞানিক শব্দের সাথে।”









বিজ্ঞান পরিভাষা নিয়ে প্রবন্ধ

 
এই বিভাগে থাকছে বিজ্ঞান পরিভাষা নিয়ে শ্রদ্ধেয় ব্যক্তিদের লেখা প্রবন্ধের সমাহার। তাঁরা বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা নিয়ে কি ভাবতেন? তাঁদের মতে বাংলা বিজ্ঞানচর্চার ভবিষ্যৎ কি? কিভাবে এগোতে পারলে বাংলা ভাষায় বিজ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধশালী করে তুলতে পারা যাবে?— এইসব বিভিন্ন বিষয়ের হদিশ মিলবে এই বিভাগে। আনন্দের কথা এই যে এই বিভাগে পাঠকরাও  বিজ্ঞান পরিভাষা বা বাংলায় বিজ্ঞান পরিভাষা এমনকি বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা সম্বন্ধে তাঁদের  মূল্যবান দৃষ্টিভঙ্গি বা মতামত প্রবন্ধের আকারে পাঠাতে পারেন।
 ই-মেল করতে পারেন এই ঠিকানায়— indranilerlekhalekhi@gmail.com। সাবজেক্ট বা বিষয় হিসেবে লিখুন- 'বিজ্ঞান পরিভাষা নিয়ে প্রবন্ধ'। 

নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর অবশ্যই উল্লেখ করবেন। লেখা পাঠানো যাবে মেল বডিতে কিংবা ওয়ার্ড ফাইলে। 
পিডিএফ না পাঠানোই কাম্য। 

আমাদের একটাই কামনা বা আপনাদের কাছে প্রার্থনা এই যে, বাংলা ভাষায় বিজ্ঞানচর্চাকে আরও বিস্তার ও প্রসারের ক্ষেত্রে 
আমাদের এই প্রয়াসের পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ। 

বিষয়ভিত্তিক পরিভাষা

 

বিজ্ঞানের শব্দভাণ্ডারের 'বিষয়ভিত্তিক পরিভাষা' বিভাগে আপনাদের সু-স্বাগতম।

এই বিভাগে থাকছে বিভিন্ন বিজ্ঞানের বিষয় বা প্রসঙ্গ কিংবা অধ্যায় সম্পর্কিত পরিভাষা। এমনকি, এর পাশাপাশি থাকছে বরেণ্য বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী ও বিজ্ঞানকর্মীদের জীবন ও কাজ সম্পর্কিত পরিভাষা। বিভিন্ন বিষয়ের কিংবা বিখ্যাত শ্রদ্ধেয় বিজ্ঞান সাধকদের চর্চাক্ষেত্র সম্পর্কিত শব্দভাণ্ডার লাভ করতে অবশ্যই ক্লিক করুন এই বিভাগের অধীনে থাকা বিষয়গুলোতে। ধন্যবাদ। 


বিভাগসূচিঃ-


                                                                                     করোনাকালের পরিভাষা

                                                                            স্টিফেন হকিং সম্পর্কিত পরিভাষা