💐বিজ্ঞানের শব্দভাণ্ডারে আপনাকে জানাই সু-স্বাগতম 🙏

Site Guide

  'বিজ্ঞান শব্দভাণ্ডার' ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাই। এই ওয়েবসাইট বা ব্লগ ঘুরে দেখতে হলে এই 'সাইট গাইড'-টি খুব কাজে লাগবে। ...

বিজ্ঞান পরিভাষা নিয়ে প্রবন্ধ

 
এই বিভাগে থাকছে বিজ্ঞান পরিভাষা নিয়ে শ্রদ্ধেয় ব্যক্তিদের লেখা প্রবন্ধের সমাহার। তাঁরা বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা নিয়ে কি ভাবতেন? তাঁদের মতে বাংলা বিজ্ঞানচর্চার ভবিষ্যৎ কি? কিভাবে এগোতে পারলে বাংলা ভাষায় বিজ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধশালী করে তুলতে পারা যাবে?— এইসব বিভিন্ন বিষয়ের হদিশ মিলবে এই বিভাগে। আনন্দের কথা এই যে এই বিভাগে পাঠকরাও  বিজ্ঞান পরিভাষা বা বাংলায় বিজ্ঞান পরিভাষা এমনকি বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা সম্বন্ধে তাঁদের  মূল্যবান দৃষ্টিভঙ্গি বা মতামত প্রবন্ধের আকারে পাঠাতে পারেন।
 ই-মেল করতে পারেন এই ঠিকানায়— indranilerlekhalekhi@gmail.com। সাবজেক্ট বা বিষয় হিসেবে লিখুন- 'বিজ্ঞান পরিভাষা নিয়ে প্রবন্ধ'। 

নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর অবশ্যই উল্লেখ করবেন। লেখা পাঠানো যাবে মেল বডিতে কিংবা ওয়ার্ড ফাইলে। 
পিডিএফ না পাঠানোই কাম্য। 

আমাদের একটাই কামনা বা আপনাদের কাছে প্রার্থনা এই যে, বাংলা ভাষায় বিজ্ঞানচর্চাকে আরও বিস্তার ও প্রসারের ক্ষেত্রে 
আমাদের এই প্রয়াসের পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ। 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন